হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।

প্রতিষ্ঠিত 1958

ইআইআইএন : 107420

সংক্ষিপ্ত ইতিহাস

দ্বীপের বরেণ্য ব্যক্তিত্ব জনাব আমিরুল ইসলাম কালাম সাহেব দ্বীপের অনেক শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় বিদ্যালয়টি ১৯৫৮ সালে হাতিয়া টাউনের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠা করেন। তাহার পিতা হাতিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আবদুল মোতালেব বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক (অনারারী) ছিলেন। তিনি ১৯৫৮ সালে প্রথম অবৈতনিক প্রধান শিক্ষক হিসাবে পাঠদান শুরু করেন। ১৯৬৮ সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। পরবর্তীতে বাবু সুরেন্দ্র কুমার শীল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। মেঘনার করাল গ্রাসে বিদ্যালয়টি ভাঙ্গনের কবলে পড়লে প্রথম ভাঙ্গনে হাতিয়া টাউনের ৩কি.মি দক্ষিণে ১৯৮৭ সালে বাথান খালি বাজারের পার্শ্বে স্থানান্তরিত হয়। দ্বিতীয় বার ভাঙ্গনের ফলে …

আরো দেখুন

প্রধান শিক্ষক

এ.এফ.এম শামছুদ্দীন

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

গুরুত্বপূর্ণ লিঙ্ক

যোগাযোগ করুন

গ্রামঃ চরকৈলাশ, ০১নং ওয়ার্ড, হাতিয়া পৌরসভা, হাতিয়া, নোয়াখালী।
০১৩০৯১০৭৪২০
hsgghs107420@gmail.com
http://www.hsgghs.edu.bd